সিরাজুল ইসলাম
সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় চাঁদাবাজির মামলার এজাহারভুক্ত আসামি সাদ্দাম হোসেনকে (৩৫) আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম তাকে আটক করেন। তবে কিছুক্ষণ পরই পুলিশ তাকে মুক্তি দেয়।
মামলার বাদী নজরুল ইসলাম অভিযোগ করেন যে, চাঁদাবাজির মামলার আসামি হওয়া সত্ত্বেও সাদ্দামকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে, যা আইনের লঙ্ঘন।
এ বিষয়ে জানতে চাইলে এসআই সাইফুল ইসলাম জানান, সাদ্দাম হোসেনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে এজাহারভুক্ত আসামিকে কেন ছেড়ে দেওয়া হলো—এমন প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তী সময়ে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, অভিযুক্ত ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, যদি পুলিশ এ ধরনের কাজ করে থাকে, তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে পুলিশের এমন কর্মকাণ্ডে মামলার বাদীসহ স্থানীয় ভুক্তভোগীরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।