সাভারের আমিনবাজারের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সুফিয়া হাসনা জাহানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার আফরুজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান ও আমিনবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রকিব আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাজমুশ শিহার।
এসময় অনুষ্ঠানে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যাপক মো: বদরুল আলম, মীরপুর মফিদ ই আম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সাভারের অন্যান্য সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ,আমিনবাজার ক্লাবের সভাপতি জিয়াউর রহমান জিয়া, শিক্ষক -অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আবেগঘন অশ্রুসিক্ত বিদায়ে অনুষ্ঠানে সকল বক্তা সুফিয়া হাসান জাহানে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।