সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ভাটারা (বসুন্ধরা) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. এনামুর রহমানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
ডা. এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আন্দোলনে অনেকে আহত ও নিহত হন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে ডা. এনামুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়।