ঢাকা মহানগর উত্তর যুবদলের সার্বিক তত্ত্বাবধানে রাজধানীর মিরপুরে দারুসসালাম থানার ১০ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন।
দারুসসালাম থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোর্তুজা আলী মিলনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহম্মেদ ইকরাম, জসীম উদ্দিন ও সালেহ আহম্মেদ চৌধুরী মানিক। দারুসসালাম থানার যুবদল নেতা জিয়াউর রহমান জিয়
অনুষ্ঠানে বক্তারা অতীতের ফ্যাসিবাদী শাসনের কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা আসলে স্বার্থান্বেষী গোষ্ঠীর দালাল। বক্তারা সংগঠনের নেতা-কর্মীদের আগামী জাতীয় নির্বাচন সফল করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এছাড়া, দারুসসালাম থানা যুবদলের নেতারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দারুসসালাম থানার যুবদল নেতা জিয়াউর রহমান জিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবদলের স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।