নিহত বাংলাদেশি শ্যামল চন্দ্র শীল (বাঁয়ে)।
বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বহুতল ভবন ধসে একজন বাংলাদেশি প্রবাসীসহ দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ‘নিউজ অব বাহরাইন’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিহত বাংলাদেশির নাম শ্যামল চন্দ্র শীল (৪২)।
গত বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আরাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহত অপর ব্যক্তি হলেন আলী আবদুল্লাহ আলী আল হামিদ (৬৬)।
পুলিশ জানিয়েছে, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ফলে তিনতলা ভবনের একটি বড় অংশ ধসে পড়ে, যার ফলে বেশ কয়েকজন ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহতদের সবাইকে কিং হামাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।