March 16, 2025, 9:10 am

মালয়েশিয়ায় ১১৩ বাংলাদেশি গ্রেপ্তার

মেহেদী হাসান

লয়েশিয়ায় অবৈধ অভিবাসী উচ্ছেদ অভিযানে ১১৩ বাংলাদেশিসহ মোট ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত জোহর রাজ্যের পাঁচটি জেলায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তার করা হয়। স্থানীয় পত্রিকা ‘বেরিতা হারিয়ান’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জোহর ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ ও সুরক্ষা প্রদানকারীদের বিরুদ্ধে প্রশাসন কোনো ধরনের আপস করবে না। তিনি আরও জানান, শুক্রবার মধ্যরাতে চালানো প্রথম অভিযানে ১৩০ জন বিদেশি নাগরিক এবং দুটি রিফ্লেক্সোলজি সেন্টারের নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়।

প্রথম অভিযানেই জোহর বাহরু থেকে ৯০ জন, বাতু পাহাত থেকে ৯ জন অভিবাসী ও দুই নিয়োগকর্তা, মেরসিং ও মুয়ার থেকে ১২ জন এবং সেগামাত থেকে ৭ জনকে আটক করা হয়। এ সময় ১৮টি কারখানা প্রাঙ্গণ এবং ১৭টি রিফ্লেক্সোলজি কেন্দ্রে অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৬ জন বাংলাদেশি, ১৫ জন পাকিস্তানি, ৩৪ জন ইন্দোনেশিয়ান এবং ভারত, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমারের নাগরিক রয়েছেন।

রোববার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত চালানো দ্বিতীয় অভিযানে বাতু পাহাতের একটি শ্রমিক আবাসন কমপ্লেক্স থেকে ১০৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানা যায়, তারা বৈধ পাস বা পারমিট ছাড়াই শেয়ার্ড হাউসে বসবাস করছিলেন। এ অভিযানে ৭৭ জন বাংলাদেশি অভিবাসী আটক করা হয়েছে।

জোহর ইমিগ্রেশন ডিরেক্টর আরও জানান, গ্রেপ্তারকৃতরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের বিভিন্ন বিধান লঙ্ঘন করেছেন। বর্তমানে তাঁদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page