বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপড়েনের মধ্যেই আজ সোমবার দিল্লিতে শুরু হতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। বিশেষজ্ঞরা এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন। তাঁদের মতে, ভারত অতীতে সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। তাই এখন সময় এসেছে ভারতকে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক চাপে আনতে।