কানাডার টরোন্টো বিমানবন্দরে অবতরণের সময় ৮০ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় উল্টে গেছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বিকালে, যুক্তরাষ্ট্রের মিনেসোটা থেকে ৭৬ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে ডেল্টা এয়ার লাইনের উড়োজাহাজটি টরোন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে বিমানটি উল্টে গেছে, তা এখনও জানা যায়নি।
বিমানবন্দরের দমকল প্রধান টড আইটকেন বলেন, “এ বিষয়ে অনুমান নির্ভর কথা বলা ঠিক হবে না। তবে আমরা নিশ্চিত করতে পারি যে রানওয়ে শুষ্ক ছিল এবং কোনো ক্রসউইন্ড পরিস্থিতি ছিল না।” তিনি আরও জানান, দুর্ঘটনায় ১৮ জন আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
এর আগে প্যারামেডিক সার্ভিস এএফপিকে জানায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহতদের সবাইকে দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
টরোন্টো বিমানবন্দরের প্রধান নির্বাহী দেবোরা ফ্লিন্ট জানান, “জরুরি কর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে সত্যিই বীরত্বপূর্ণ কাজ করেছেন।” ইতিমধ্যে অনেক যাত্রী তাঁদের পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।
প্রসঙ্গত, টরোন্টোতে শীতকালীন ঝড়ের সময় প্রবল বাতাস ও তুষারপাতের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। আগের সপ্তাহের তুষারপাতের পর এই সপ্তাহান্তে আরও প্রায় ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারে ঢেকে যায় বিমানবন্দরটি।