March 16, 2025, 9:16 am

নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি

মেহেদী হাসান
বাংলাদেশে প্রচলিত নোট

বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। এই নোটগুলো এপ্রিলের শেষভাগ বা মে মাসের প্রথমার্ধে উন্মুক্ত করা হতে পারে। ধারণা করা হচ্ছে, ঈদুল আজহায় নতুন ডিজাইনের এই নোট বাজারে আসবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নতুন নোটগুলোতে বর্তমান গভর্নরের স্বাক্ষর থাকবে এবং তা শিগগিরই বাজারে ছাড়া হবে।

এদিকে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে আসবে। তবে, এগুলো আগেই ছাপানো হওয়ায় এতে গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর ও বঙ্গবন্ধুর ছবি থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page