ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
এর আগে, গতকাল রোববার পুলিশ সোহেল হাসান গালিবকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আজ আদালতে হাজির করার পর আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কবি সোহেল হাসান গালিবকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে আদালত সেদিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির উপপরিদর্শক হুমায়ুন কবির আদালতে লিখিতভাবে জানান, সোহেল হাসান গালিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননামূলক পোস্ট দিয়েছেন।