March 16, 2025, 9:21 am

রিয়ালের বিপক্ষে সিটির জয়ের সম্ভাবনা এক শতাংশ— বললেন গার্দিওলা

মেহেদী হাসান
পেপ গার্দিওলা

ঘরের মাঠ ইতিহাদে প্রথম লেগে হেরে পিছিয়ে আছে ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে সিটি কোচ পেপ গার্দিওলা যেন পরাজয়ের আভাসই দিচ্ছেন। গার্দিওলার মতে, বার্নাব্যুতে জয়ের সম্ভাবনা মাত্র ‘এক শতাংশ’। এটি যেন হারের আগেই হেরে বসা।

গত সপ্তাহে প্লে-অফের প্রথম লেগে ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে ২-১ গোলে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তের চাপে ৩-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদের কাছে। তাই পরের রাউন্ডে যেতে হলে বার্নাব্যুতে জয়ের পাশাপাশি গোল ব্যবধানও মাথায় রাখতে হবে সিটিজেনদের।

গার্দিওলা বলেছেন, ‘বার্নাব্যুতে জয়ের সম্ভাবনা… সবাই জানে, আমাদের সম্ভাবনা মাত্র এক শতাংশ। বা ঠিক কতটা তা আমি জানি না, তবে সেটা খুবই কম। তবে যতটুকু সম্ভাবনা আছে, আমরা সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব, এটাই নিশ্চিত। আমরা সবসময় যেমনটা করে এসেছি, তেমনই করব। তবে বাস্তবতা হলো, এই মৌসুমে আমরা অনেক দূরে রয়েছি। পারফরম্যান্স এবং ফলাফল—দুই দিক থেকেই এই মৌসুমে আমরা হতাশাজনক অবস্থায় আছি।’

প্রিমিয়ার লিগে নিউক্যাসলকে ৪-০ গোলে হারিয়ে স্পেনে পা রাখছে সিটি। তবে গার্দিওলা মনে করেন, এই জয়ের সুখস্মৃতি চ্যাম্পিয়নস লিগের কঠিন বাস্তবতা বদলাবে না। সিটি কোচ বলেছেন, ‘শনিবার আমরা দারুণ খেলেছি, তবে এতে বাস্তবতা পরিবর্তন হবে না। অবশ্যই, এই জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাদ্রিদে যাওয়া ইতিবাচক দিক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page