ব্রাজিল ৩ : ০ চিলি
আর্জেন্টিনা ২ : ৩ প্যারাগুয়ে
আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচের তখনো কয়েক মিনিট বাকি। প্যারাগুয়ের বিপক্ষে ৩-২ গোলে পিছিয়ে আর্জেন্টিনা। কিন্তু এর মধ্যেই গ্যালারির এক কোণে শুরু হলো হলুদ জার্সি পরা একদল সমর্থকের উল্লাস। ম্যাচের শেষ বাঁশি বাজতেই সেই উল্লাস রূপ নিল শিরোপা জয়ের উদ্যাপনে।
আর্জেন্টিনাকে পেছনে ফেলে আবারও দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। এটি তাদের টানা দ্বিতীয় ও সব মিলিয়ে ১৩তম শিরোপা। অথচ এবারের আসরে ব্রাজিলের শুরুটা ছিল একেবারে হতাশাজনক।
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলের করুণ পরাজয়ের মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল সেলেসাওরা। সেই ম্যাচ দেখে অনেকেই তাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন তালিকা থেকে ছেঁটে ফেলেছিলেন। বিপরীতে আর্জেন্টিনাকে মনে করা হচ্ছিল শিরোপার অন্যতম দাবিদার। কিন্তু নাটকীয় উত্থান-পতনের মধ্য দিয়ে সেই আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে শেষ পর্যন্ত ট্রফি হাতে তুলেছে ব্রাজিল।