বাংলাদেশের সমর্থকদের মন খারাপ হতে পারে, কিন্তু এবি ডি ভিলিয়ার্সের মতে, দলটি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে পৌঁছানোর যোগ্য নয়। যদিও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন আত্মবিশ্বাসী এবং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন, ডি ভিলিয়ার্স ভিন্নমত পোষণ করেছেন।
নিজের ইউটিউব চ্যানেল ‘এবিডিভিলিয়ার্স৩৬০’-এ ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এক বিশ্লেষণধর্মী ভিডিওতে ডি ভিলিয়ার্স বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি না তারা নকআউট পর্বে যেতে পারবে। বাংলাদেশের ভক্তরা এতে রাগ করতে পারেন, কিন্তু এটাই আমার ধারণা।’
বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি, দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা। এর আগে প্রস্তুতি হিসেবে আগামীকাল পাকিস্তান শাহীনসের বিপক্ষে একটি ম্যাচ খেলবে নাজমুলের দল।
তবে হতাশার মাঝে আশার কথাও শোনান ডি ভিলিয়ার্স। তাঁর মতে, বাংলাদেশ যেকোনো প্রতিপক্ষকে হারিয়ে চমক দেখাতে পারে। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি অঘটন ঘটাতে পারে। তারা একটি ভালো দল, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো নয়। তবু বাংলাদেশের সমর্থকদের জন্য শুভকামনা রইল।’