জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ ও সব কর্মসূচি আপাতত প্রত্যাহার করেছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার (৩০ জুন) রাতে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এ দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।
দ্বিতীয় দিনের মতো রোববারও ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালিত হয়। এতে দেশের রাজস্ব আহরণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।
তারেক রিকাবদার বলেন, “ব্যবসায়ী নেতারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন। অর্থ উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠকে কিছু ইতিবাচক প্রতিশ্রুতি এসেছে। পাশাপাশি সরকার যে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে, তাকে আমরা স্বাগত জানাই।”
তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের আহ্বানে এবং দেশের আমদানি-রপ্তানি ও অর্থনীতির স্বার্থ বিবেচনায় আমরা আপাতত শাটডাউন প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। তবে রাজস্ব ব্যবস্থার স্থায়ী সংস্কারের দাবিতে আমাদের আন্দোলন ও কার্যক্রম অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, এনবিআরের কাঠামোগত সংস্কার এবং চেয়ারম্যানের অপসারণসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। তারা আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ের সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন।