March 16, 2025, 8:29 am

‘বিচ্ছিন্ন হলে আমাদের পথে বিপদ আসবে’: আজহারির হুঁশিয়ারি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়ার স্ট্যান্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জাবালুন নুর ফাউন্ডেশনের আয়োজিত তাফসির মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের উন্নয়ন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

আজহারি বলেন, “আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই, তবে এটা অনেকের জন্য অস্বস্তির সৃষ্টি করছে। আমাদের সুখ-শান্তি তাদের ভালো লাগছে না,”—এমনটি উল্লেখ করে তিনি দাবি করেন যে, বাংলাদেশ আজ নানা ষড়যন্ত্রের সম্মুখীন হচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন যে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক রেখে সতর্ক থাকতে হবে। আজহারি দৃঢ়ভাবে বলেন, “একত্রিত থাকলে আমাদের কেউ কিছু করতে পারবে না,” যা দেশের ভেতরে ঐক্য এবং সম্মিলিত শক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

তিনি আরও বলেন, “তোমরা দেখিয়ে দিয়েছো কীভাবে জালিমদের শায়েস্তা করতে হয়,” এবং দেশে চলমান ঐক্যবদ্ধ আন্দোলন সম্পর্কে উল্লেখ করে বলেন, গত কয়েক দিনে যেসব অর্জন হয়েছে, তা পূর্বে সম্ভব হয়নি। তিনি বাংলাদেশের জনগণের মধ্যে উজ্জীবিত শক্তির কথা উল্লেখ করে বলেন, আমাদের ঐক্য বজায় রাখতে হবে। তিনি এমন একটি রাজনৈতিক ব্যবস্থার দিকে আগ্রহী, যেখানে অন্যায়ের কোনও স্থান থাকবে না, এবং নতুন বাংলাদেশে আর ফ্যাসিস্টরা ক্ষমতা দখল করতে পারবে না।

আজহারি তার বক্তব্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর উন্নতমানের গবেষণার উপরও গুরুত্বারোপ করেন, যেখানে ছাত্ররা হাতে কলমে শিক্ষা গ্রহণ করবে, কিন্তু অস্ত্রের সঙ্গে সম্পর্কিত হবে না। তিনি বলেছেন, “আমরা একটি নতুন বাংলাদেশ চাই, যেখানে এক রাজনৈতিক দল আরেকটি দলকে সম্মান করবে, এবং যেখানে দেশের জন্য সত্যিকারের নেতা নির্বাচিত হবে।”

তিনি নতুন ভোরের বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। “বিচ্ছিন্ন থাকলে তা আমাদের জন্য ক্ষতিকর হবে। একা থাকলে আমরা ব্যক্তি, কিন্তু সবাই মিললে আমরা শক্তি,”—এমনটি তিনি মন্তব্য করেন।

মাহফিলে সভাপতিত্ব করেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী, এবং প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল। প্রথম অধিবেশনে আরও আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নুরুল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page