March 16, 2025, 9:55 am

ছাত্রলীগ নেত্রী নিশিসহ ৩ জন রিমান্ডে

মেহেদী হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিসহ তিনজনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পাঁচদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ. আজহারুল ইসলামের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

রিমান্ডে যাওয়া অন্য দুই আসামি হলেন ছাত্রলীগ নেতা কাউসার ও রমজান।

মামলার তদন্ত কর্মকর্তা, কলাবাগান থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম, আসামিদের সাতদিন করে রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগানের পান্থপথ এলাকায় আল বারাকা রেস্টুরেন্টের সামনে ১০০-১৫০ জন ব্যক্তির একটি দল নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে মিছিল বের করে। তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয় এবং সেই মিছিল ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করে। এছাড়াও, সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা পরিকল্পনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page