July 13, 2025, 2:33 pm
শিরোনামঃ
নিরাপত্তার প্রয়োজনেই আমার বৈধ লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে: আসিফ মাহমুদ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউনসহ সব কর্মসূচি স্থগিত খিলক্ষেতের পূজামণ্ডপ: আইনগত উচ্ছেদ প্রধান উপদেষ্টা-সিইসির কী আলাপ হলো, পরিষ্কার করার আহ্বান সালাহউদ্দিনের ৩৬ জুলাই উদযাপন করবে বিএনপি: ৫৮ সদস্যের কমিটি গঠন লন্ডনে বিএনপির বৈঠকের পর কী ভাবছেন অন্যান্য দল মোহাম্মদ আমিনুল হক দীপু শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লীতে : সালাহউদ্দিন ইসরায়েলের বিচার ও গণহত্যা বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি

সরকারি চাকরি বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত

Reporter Name
সরকারি চাকরি বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) চূড়ান্ত করেছে ‘সরকারি চাকরি (প্রার্থীর প্রাক-পরিচয় যাচাই) বিধিমালা, ২০২৫’-এর খসড়া।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বিধিমালাটি পরীক্ষার্থীবান্ধব করা হয়েছে, যা সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের হয়রানি কমাবে এবং বৈষম্য নিরসনে সহায়ক ভূমিকা পালন করবে।

বিধিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোন কোন পরিস্থিতিতে প্রার্থীকে সরকারি চাকরির জন্য অনুপযুক্ত ঘোষণা করা যেতে পারে। অনুপযুক্ত ঘোষণার কারণ প্রার্থীকে অবগত করার বিধান রাখা হয়েছে। পাশাপাশি, অনুপযুক্ত ঘোষিত প্রার্থীকে পুনর্বিবেচনার জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। নিয়োগকারী কর্তৃপক্ষ চাইলে এই অনুপযুক্ত প্রার্থীর বিষয়ে পুনঃতদন্ত করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর আওতায় বিধিমালাটি প্রণীত হয়েছে, যা সকল শ্রেণির সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটি জারি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে এবং তাদের বিবেচনায় চূড়ান্ত অনুমোদন পাবে। বিসিএসসহ সব সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এ বিধি প্রযোজ্য হবে।

এছাড়াও, নন-ক্যাডার বিধিমালা-২০২৩ সংশোধনের বিষয়ে কমিশন নীতিগতভাবে সম্মত হয়েছে। পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরীক্ষা তিনটি ধাপে সম্পন্ন করা হবে: প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page