নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযানে। এ নিয়ে অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন ৪ হাজার ৭৪০ জন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায়, শনিবার বিকেল থেকে রবিবার বিকেল পর্যন্ত, গ্রেপ্তারের পাশাপাশি একটি দেশীয় পাইপ গান ও একটি দেশীয় কুড়াল উদ্ধার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ১ হাজার ১৪০ জনের মধ্যে ৩৮৯ জনকে অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৭৫১ জনকে বিভিন্ন মামলার ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে একযোগে এই অভিযান শুরু হয়।