March 16, 2025, 10:52 am

ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

মেহেদী হাসান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ডিসিদের সঙ্গে প্রধান উপদেষ্টার মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি সভা অনুষ্ঠিত হবে।

সম্মেলনের শেষ দিন, ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার), রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজের আয়োজন করা হয়েছে।

এর আগে, শনিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ জানান, এবারের সম্মেলনে চারটি বিশেষ অধিবেশনসহ মোট ৩০টি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হবে।

বিশেষ অধিবেশনগুলোর মধ্যে রয়েছে:

  • উদ্বোধনী অনুষ্ঠান
  • প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ
  • প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনা
  • বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা

উল্লেখিত চারটি অধিবেশন ছাড়া বাকি ৩০টি অধিবেশন হবে বিভিন্ন কর্ম-অধিবেশন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page