March 16, 2025, 9:01 am

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নতুন নাম রাখা হয়েছে জাতীয় স্টেডিয়াম

মেহেদী হাসান
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

নাম পরিবর্তন হলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। নতুন নামকরণ করা হয়েছে “জাতীয় স্টেডিয়াম, ঢাকা”। আজ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জাতীয় পর্যায়ে এটিই প্রথমবারের মতো কোনো স্টেডিয়ামের নাম পরিবর্তন করল অন্তর্বর্তীকালীন সরকার।

১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম দীর্ঘদিন “ঢাকা স্টেডিয়াম” নামে পরিচিত ছিল। এখানে বহু রাষ্ট্রীয় ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট ও ফুটবল একসাথে আয়োজন করা হতো এই স্টেডিয়ামে। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচও এই মাঠে অনুষ্ঠিত হয়। এরপর ক্রিকেট স্থানান্তরিত হয় অন্য ভেন্যুতে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৯৯৮ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় “বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম”।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নেয়। উপজেলা পর্যায়ে ১৫০টি স্টেডিয়ামের নাম, যা আগে “শেখ রাসেল মিনি স্টেডিয়াম” নামে পরিচিত ছিল, পরিবর্তন করে ১২ ফেব্রুয়ারি স্থানীয় উপজেলার নামে পুনঃনামকরণ করা হয়।

দেশের অন্যান্য স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেরও অনেক অবকাঠামোর নাম বিদায়ী সরকার প্রধানের পরিবারের সদস্যদের নামে ছিল। অন্তর্বর্তীকালীন সরকার নীতিগতভাবে সেই পরিবার-সম্পর্কিত নাম সরানোর সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পরিবর্তনের পর এবার দেশের প্রধান স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page