জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ শনিবার ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি শুরু হয় বেলা তিনটার কিছু পর।
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে অংশ নেন। তবে, আওয়ামী লীগের জোটসঙ্গী কোনো দল ও জাতীয় পার্টিকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।
বেলা সোয়া দুইটা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দীন আহমেদ এবং মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
এ ছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ অন্যান্য নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
গত বুধবার সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে। কমিশনের সহসভাপতি হিসেবে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে মনোনীত করা হয়েছে।
কমিশনের অন্য সদস্যরা হলেন:
বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া, জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরিকল্পনাও বৈঠকে তুলে ধরা হয়।
বৈঠক শেষে কমিশনের সদস্যরা জানান, আগামীর বাংলাদেশে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।