March 16, 2025, 9:38 am

মেট্রোরেলে এক দিনে রেকর্ড ৪ লাখ ৩ হাজার যাত্রী

Mehedi Hasan
মেট্রোরেলে এক দিনে ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করা হয়েছে

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী পরিবহনে একটি নতুন মাইলফলক অর্জিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক দিনে মেট্রোরেল ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে।

এই তথ্যটি গতকাল শুক্রবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুক পেজে ভেরিফায়েড পোস্টে শেয়ার করেছে।

ডিএমটিসিএল জানিয়েছে, ঢাকায় মেট্রোরেল চালুর পর এটিই এক দিনে সবচেয়ে বেশিসংখ্যক যাত্রী পরিবহনের রেকর্ড।

এই অর্জনে যাত্রীদের, শুভানুধ্যায়ী ও অংশীজনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে ডিএমটিসিএল। তারা আরও বলেছে, ভবিষ্যতে এই সাফল্যের পথে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হককে তাদের নির্দেশনা ও পরামর্শের জন্য ধন্যবাদ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page