November 15, 2024, 4:21 am

চাকুরী জাতীয়করনের দাবীতে পাবনায় শিক্ষক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

নজরুল ইসলাম বাঁধন
চাকুরী জাতীয়করনের দাবীতে পাবনায় শিক্ষক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে বনমালী শিল্পকলা কেন্দ্রে অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এ শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহজাহান মাদানী। এসময় কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা মুফতি আবু ইউসুফ খান, জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ফারুক আহমাদ, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইন সহ বিভিন্ন মাদরাসার শিক্ষকবুন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে মাদরাসার শিক্ষকদের বঞ্চিত করে রেখেছিল স্বৈরশাসক, তাই স্বৈরশাসনের পর এই নতুন সরকারের কাছে মাদরাসার বঞ্চিত শিক্ষকদের চাকুরী জাতীয়করনের দাবী জানান নেতৃবৃন্দ। এছাড়া আরো বলেন শিক্ষকদের সম্মান ও সম্মানী দুটোই বাড়াতে হবে, তাছাড়া শিক্ষার মান বৃদ্ধি হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page