October 8, 2024, 1:43 am
শিরোনামঃ
১৪৯ রানে অলআউট বাংলাদেশ শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি ঢাকা অন্তর্বর্তী সরকারের প্রথম টার্গেট হওয়া উচিত একটি নির্বাচিত সংসদ : তারেক রহমান ভারতে পালানোর সময় মোজাম্মেল বাবুসহ আটক ৪ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে উত্তরা থেকে গ্রেপ্তার আবার ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলা, স্বেচ্ছাসেবক দলের ২ নেতা নিহত,আহত ৫০ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা রাজশাহীতে বিএনপির কার্যালয় ভাঙচুর: লিটন-বাদশাসহ আসামি ৬৩১

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা

সাদিয়া ইসলাম

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার ,৬ সেপ্টেম্বর দুপুর ২ টায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয় ৬. অরফানেজ রোড বকশিবাজারে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৬৪ সালে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন হিসেবে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা প্রতিষ্ঠা করা হয়।

অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আইউব আলী হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নুরুল আলম সিদ্দিক। প্রবিত্র কোরআন তেলাওয়াতে মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে । পরে গত জুলাই থেকে অদ্য পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যেসকল ছাত্র, শ্রমিকসহ সাধার মানুষ শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শহীদদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
স্বাগত বক্তব্য কালে সংস্থার মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদার অন্তবর্তিকালিন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা মন্ডলীর নিকট কয়েকটি দাবী পেশ করেন। ১. সংস্থার প্রধান কার্যালয় ৬,অরফানেজ রোড,বকশিবাজার, এর বাড়িটি বিনামূল্যে স্থায়ী ভাবে বরাদ্ধ প্রদান করা। ২. প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা। ৩.যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। ৪.অসহায়,হতদরিদ্র,সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভীক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে,ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ অসহায়,হতদরিদ্র,সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী নিয়ে মধ্যভোজনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মোঃ মোকলেচুর রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান,মাধব চন্দ্র সরকার ভাইস চেয়ারম্যান,এসএম ইউনুসুর রহমান যুগ্ন মহাসচিব,মোঃ মনিরুল ইসলাম সহকারি মহাসচিব,আবু আলেম মাতবর, সাফিয়া বেগম মহিলা বিষয়ক সচিব সহ সংস্থার সাধারণ সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page