বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য গতকাল রাজধানীর অদূরে ধামরাইয়ে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়া থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল বাসেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল সরকার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন। এসময় ঢাকাজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেনসহ সাভার আশুলিয়ার বিএনপি ও বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বিএনপির তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ বিডিআর বিদ্রোহে ও ছাত্র আন্দোলনের সকল শহীদরে আত্মার মাগফেরাত কামনা করে সকল অপশক্তি দমনে সকলকে এক থাকার আহ্বান করেন। পরে এক বিশেষ মোনাজাত করা হয়।