March 16, 2025, 10:19 am

আরাফাত হোসেন কোকো স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Md Sirazul Islam

সিরাজুল ইসলামঃ

রাজধানীর মিরপুর দারুসসালাম থানার গৈদারটেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের পুত্র আরাফাত হোসেন কোকোর স্মৃতি স্মরণে আরাফাত হোসেন কোকো স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ১০ নং ওয়ার্ডের গৈদারটেকে এ খেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও দারুস সালাম থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। ১০ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে দারুসসালাম থানা যুবলের সাবেক আইন বিষয়ক সম্পাদক মোঃ আফজাল হোসেন মুন্না ও তৈবুর রহমান নান্টুর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুসসালাম থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া, ১০ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মীর আবু বক্কর সিদ্দিক মাকসুদ, দারুসসালাম থানা যুবদলের সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া,দারুসসালাম থানা যুবদলের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ মাসুম। অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়ার বিকল্প নেই উল্লেখ করে আগামী বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম মনির বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এদেশটাকে বিভিন অনিয়ম, দুর্নীতি,লুটপাটের সাথে মাদকের করাল গ্রাসে নিজেদের স্বার্থ রক্ষায় যুবসমাজকে ধ্বংস করে দিয়ে গেছে। যুবসমাজ দেশের প্রাণ শক্তি। আর এ প্রাণ শক্তি বিশুদ্ধ সংস্কৃতি ও ক্রীড়া চর্চার মাধ্যমেই প্রানবন্ত থাকতে পারে। তিনি আরো বলেন, ক্রীড়ার অনেক উপকারিতা রয়েছে, যা শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। সামাজিকভাবে, ক্রীড়া টিমওয়ার্ক, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাবোধ শেখায়। এটি বন্ধুত্ব গড়ে তোলে এবং সম্পর্ক সুদৃঢ় করে। ক্রীড়া শুধু বিনোদন নয়, বরং সুস্থ ও সফল জীবনের জন্য অপরিহার্য। তাই সবারই নিয়মিত ক্রীড়া চর্চা করা উচিত। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page