March 16, 2025, 9:32 am

কাজের ব্যস্ততায় বিয়ে পিছিয়ে দিলেন কৃতি স্যানন

Reporter Name

 

বলিউডে জোর গুঞ্জন, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। শোনা যাচ্ছে, তার হবু বর লন্ডনের কোটিপতি ব্যবসায়ী কবীর বাহিয়া। কবীরের পরিবার দিল্লিতে থাকেন, আর দুই পরিবারের সম্মতিতেই বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তবে ২০২৫ সালের আগে বিয়ের পরিকল্পনা নেই কৃতির।

কাজের চাপে বিয়ের সময় নেই

কেন এতদিন পরেও কৃতির বিয়ে হচ্ছে না? বলিউড সূত্রের খবর, কৃতির হাতে একের পর এক সিনেমার কাজ থাকায় এই মুহূর্তে বিয়ের জন্য সময় বের করা সম্ভব নয়। বর্তমানে তিনি ব্যস্ত আছেন আনন্দ এল রাইয়ের নতুন সিনেমা ‘তেরে ইশক ম্যায়’-এর শুটিংয়ে। এই সিনেমার কাজ শেষ হলেই শুরু হবে ‘ককটেল ২’-এর প্রস্তুতি। ২০১২ সালের সুপারহিট সিনেমার এই সিক্যুয়ালে কৃতি কেমন চরিত্রে অভিনয় করবেন, তা নিয়ে নির্মাতারা এখনো মুখ খোলেননি। তবে কৃতির ঘনিষ্ঠজনরা নিশ্চিত করেছেন, এ বছর তার বিয়ের কোনো সম্ভাবনাই নেই।

কৃতির এক ঘনিষ্ঠ সূত্র বলছে, ‘এ বছর কৃতির হাতে এত কাজ যে বিয়ের প্রস্তুতি নেওয়ার সুযোগই নেই। তিনি এখন দিল্লিতে শুটিং করছেন এবং আগামী কয়েক মাস পর্যন্ত এ নিয়েই ব্যস্ত থাকবেন। এরপর কোনো বিরতি ছাড়াই শুরু হবে ‘ককটেল ২’-এর কাজ। ফলে ২০২৫ সালের আগে বিয়ের জন্য সময় বের করাটা প্রায় অসম্ভব।’

কবীর বাহিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন

গত বছর থেকেই শোনা যাচ্ছে, কৃতি স্যানন প্রেম করছেন, তাও আবার বয়সে ৯ বছরের ছোট একজনের সঙ্গে। লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গেই কৃতির প্রেমের গুঞ্জন বলিউডে বেশ চর্চিত। কবীরের সঙ্গে কৃতির পরিচয় করিয়ে দেন তার বোন নূপুর স্যানন। বন্ধুত্ব থেকে শুরু হয়ে প্রেমের সম্পর্কে রূপ নেয় তাদের সম্পর্ক।

কবীর বাহিয়া শুধু একজন সফল ব্যবসায়ীই নন, ক্রিকেটের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি ভারতের দুই জনপ্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পাণ্ডিয়ার ঘনিষ্ঠ বন্ধু। জানা গেছে, কবীর নিজেও শৈশব থেকে ক্রিকেট খেলায় পারদর্শী।

২০২৩ সালে কবীরের সঙ্গেই হোলি উৎসব উদযাপন করেছিলেন কৃতি। সে সময় তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গুঞ্জন আরও জোরালো হয়। এছাড়া কৃতিকে মাঝেমধ্যেই লন্ডনে যেতে দেখা যায়, যা তাদের সম্পর্কের গভীরতার ইঙ্গিত দেয়।

যদিও কৃতি স্যানন এখনো আনুষ্ঠানিকভাবে তার সম্পর্ক বা বিয়ের পরিকল্পনা নিয়ে কিছু জানাননি, তবে বলিউড মহলে আলোচনা চলছে যে ২০২৫ সালেই হতে পারে তার শুভ বিবাহ। আপাতত ক্যারিয়ারেই পুরো মনোযোগ দিচ্ছেন এই ব্যস্ত অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page