মেহজাবীন চৌধুরীর অভিনয়জীবনের ১৬ বছর পূর্ণ হলো। লাক্স তারকা হিসেবে যাত্রা শুরু করা এই অভিনেত্রীকে নিয়ে বেশ কয়েক বছর ধরেই পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। রাজীব প্রযোজিত ও পরিচালিত বিভিন্ন নাটক, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে কাজ করেছেন মেহজাবীন। তবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে তাঁরা কখনো প্রকাশ্যে মুখ খোলেননি। বরং হাসিমুখে সব প্রশ্ন এড়িয়ে গেছেন।
তবে এবার সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তাঁদের গায়েহলুদ অনুষ্ঠান, আর ২৪ ফেব্রুয়ারি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্র থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। আজকের নিউজ ২৪-এর সঙ্গে কথোপকথনে মেহজাবীন নিজেও বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও অনুষ্ঠানের স্থান ও সময় নিয়ে বিস্তারিত জানাতে চাননি।
অভিনয় ও ঘোরাঘুরির সূত্রে তাঁদের একসঙ্গে দেশ-বিদেশে দেখা গেছে বহুবার। শুটিং, চলচ্চিত্র উৎসব কিংবা অবকাশ যাপনে তাঁরা একসঙ্গে সময় কাটিয়েছেন, কিন্তু কখনো সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
২০২৩ সালের শুরুতে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে ‘দীর্ঘ সম্পর্কের একঘেয়েমি এড়াতে ফ্লার্ট করুন’ শিরোনামে একটি পোস্টে মজা করেই মন্তব্য করেছিলেন রাজীব। তিনি মেহজাবীনকে ট্যাগ করে জানতে চেয়েছিলেন, ‘এ বিষয়ে আপনার কী মতামত?’ উত্তরে মেহজাবীন লিখেছিলেন, ‘মতামত সামনাসামনি জানাব, দেখা করো আমার সঙ্গে।’ এই রসিক মন্তব্য ভক্তদের মধ্যে বেশ হাস্যরসের জন্ম দিয়েছিল।
গত বছর এক সাক্ষাৎকারে রাজীব জানিয়েছিলেন, ‘মেহজাবীন আমার জীবনের অন্যতম সেরা অংশ। এর চেয়ে সাপোর্টিভ মানুষ আমার জীবনে আসতে পারত না।’ একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, তাঁর পরিবারও মেহজাবীনকে খুব পছন্দ করে।
বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকে সহকর্মী ও ভক্তরা তাঁদের অভিনন্দন জানাচ্ছেন। সুন্দর মনের দুই মানুষের একসঙ্গে নতুন জীবন শুরু করাটা সবার কাছেই আনন্দের খবর।
উল্লেখ্য, ২০২৩ সালের শেষ দিকে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘প্রিয় মালতী’-তে মেহজাবীনের অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়। এই ছবির প্রযোজকও ছিলেন আদনান আল রাজীব। এবার তাঁরা দুজন একসঙ্গে জীবনযাত্রা শুরু করতে যাচ্ছেন। তাঁদের জন্য রইল শুভকামনা।