ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বসহ একাধিক সহকর্মী ফেসবুক পোস্টের মাধ্যমে এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন। সানীর আকস্মিক মৃত্যু শোবিজ অঙ্গনে শোকের ছায়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক প্রকাশের পাশাপাশি জানতে চেয়েছেন, কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল।
জানা গেছে, রাত ১১টার দিকে উত্তরার একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন শাহবাজ সানী। আড্ডার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে পড়ে যান। দ্রুত তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য আরেকটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে সেখানে রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তাঁর মৃত্যু হয়েছে।
শাহবাজ সানী নির্মাতা ইমরাউল রাফাতের নাটক ‘কাছে আসার পর’ দিয়ে শোবিজে আত্মপ্রকাশ করেন। মৃত্যুর সময় নির্মাতা রাফাত তাঁর পাশে ছিলেন। তিনি বলেন, “বন্ধুদের সঙ্গে আড্ডার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সানী। খবর পেয়ে আমি রাত দেড়টার দিকে হাসপাতালে ছুটে যাই। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু সানীকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।”
নির্মাতা হাসিব রাখীর সঙ্গে কাজ করেছেন সানী একাধিক নাটকে। রাখী বলেন, “শুধু একজন ভালো অভিনেতাই নয়, সানী একজন দারুণ মানুষ ছিলেন। সর্বশেষ শুটিংয়ের সময় সে আমাকে একটি উপহার দিয়েছিল। ওর জন্যও একটি উপহার এনেছিলাম, কিন্তু দিতে পারলাম না। এই আক্ষেপ চিরকাল থাকবে।”
সোমবার ভোরে শাহবাজ সানীর মরদেহ তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে পৌঁছায়। বাদ জোহর জানাজা শেষে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।