March 16, 2025, 10:38 am

আমি নিজেই তো সুগার মাম্মি হতে পারি: কুসুম শিকদার

মেহেদী হাসান

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার, যিনি ‘শরতের জবা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছেন, তার অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বে ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন। সামাজিক মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন এবং প্রায়ই তাদের নতুন খবর দিয়ে চমকে দেন। সম্প্রতি, তিনি অনুরাগীদের জন্য একটি মজার ও আলোচনাযোগ্য মন্তব্য করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কুসুম শিকদার মজা করে বলেন, তিনি সুগার মাম্মি হতে পারেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয়, ‘সুগার ড্যাডি আছে কিনা’, তখন হাসতে হাসতে উত্তর দেন, “সুগার ড্যাডি থাকতে হবে কেন? আমি নিজেই তো সুগার মাম্মি হতে পারি! আমার নিজের সুগার সন থাকতে পারে। টাকাপয়সা বা ব্যাংক-ব্যালেন্স নয়, বরং মনের সম্পর্কটাই আসল।”

অভিনেত্রী আরও বলেন, প্রচলিত ধারণা অনুযায়ী, সুগার মাম্মি মানে হলো একজন বয়স্ক নারী, যিনি তুলনামূলকভাবে কম বয়সী কারও ভরণপোষণ করেন এবং অর্থনৈতিক সহায়তা দিয়ে বিনিময়ে ভালোবাসা পান। তবে কুসুম শিকদার এই বিষয়টিকে মজার ছলে নিয়েছেন।

এর আগে ভালোবাসা দিবস উপলক্ষে নিজের ব্যস্ততার কথা জানিয়েছিলেন কুসুম শিকদার। প্রেমের বিষয়ে জানতে চাইলে তিনি রসিকতা করে বলেন, “হ্যাঁ, আমি ডেটে যাই। দেশে-বিদেশে সব জায়গায়ই যাই। শিল্পীদের মন সর্বদা প্রেমে সিক্ত থাকতে হয়, নাহলে সৃজনশীলতা আসে না।”

অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও মজার মন্তব্যের জন্য কুসুম শিকদার ভক্ত-অনুরাগীদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page