ঢাকার পল্লবী এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন জসিম উদ্দিন ও তাঁর ছোট বোন শাহিনূর বেগম। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম আজকের নিউজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি নজরুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার পর পল্লবী এলাকার একটি অপরাধী চক্র জসিম উদ্দিন ও শাহিনূর বেগমকে গুলি করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গুলিবিদ্ধদের স্বজনদের দাবি, পল্লবীর একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেপ্তারে সহায়তা করেছিলেন জসিম উদ্দিন। এরই প্রতিশোধ হিসেবে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়।