নাটকের মতো ওটিটি প্ল্যাটফর্মেও সফল কাজল আরেফিন অমি। ইউটিউবে যেমন ‘ব্যাচেলর পয়েন্ট’সহ নানা নাটক দিয়ে ঝড় তুলেছেন, তেমনি ‘হোটেল রিল্যাক্স’, ‘অসময়’, ‘দুঃখিত’, ‘ফিমেল ৪’ মতো ওয়েব সিরিজ দিয়েও কাঁপিয়েছেন ওটিটি। এর পরেই তিনি ঘোষণা দেন তার নতুন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর। এই ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুখ অপূর্ব ও তাসনিয়া ফারিণ।
প্রথমে শোনা গিয়েছিল, ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে। তবে ১২ ফেব্রুয়ারি অমি জানান, ভালোবাসা দিবসে নয়, বরং ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘হাউ সুইট’।
ফেসবুকে তিনি লেখেন, “সবাইকে দারুণ একটি অভিজ্ঞতা উপহার দিতে আমরা ঈদে ‘হাউ সুইট’ মুক্তি দিতে যাচ্ছি। ওয়েব ফিল্মটির নির্মাণে কিছুটা বেশি সময় লেগেছে, তবে এই সময়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।”
নির্মাতা জানিয়েছেন, ‘হাউ সুইট’-এর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে একটু বেশি সময় লাগছে, তাই মুক্তির তারিখ বদলানো হয়েছে।