July 13, 2025, 2:38 pm
শিরোনামঃ
নিরাপত্তার প্রয়োজনেই আমার বৈধ লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে: আসিফ মাহমুদ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউনসহ সব কর্মসূচি স্থগিত খিলক্ষেতের পূজামণ্ডপ: আইনগত উচ্ছেদ প্রধান উপদেষ্টা-সিইসির কী আলাপ হলো, পরিষ্কার করার আহ্বান সালাহউদ্দিনের ৩৬ জুলাই উদযাপন করবে বিএনপি: ৫৮ সদস্যের কমিটি গঠন লন্ডনে বিএনপির বৈঠকের পর কী ভাবছেন অন্যান্য দল মোহাম্মদ আমিনুল হক দীপু শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লীতে : সালাহউদ্দিন ইসরায়েলের বিচার ও গণহত্যা বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি

চার বছর আগে ছাত্রী-শিক্ষক এবার দম্পতি

হৃদয় খান বাদশা

অভিনয়শিল্পী আফজাল হোসেন এবং সাদিয়া ইসলাম মৌকে সর্বশেষ দেখা গিয়েছিল চার বছর আগে ‘দেয়ালের অন্তরালে’ নাটকে, যেখানে তারা শিক্ষক ও ছাত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। দীর্ঘ বিরতির পর এবার এই জুটিকে আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে।

রিয়া হোসেনের লেখা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় নতুন নাটক ‘কোনো একদিন’-এ এবার তারা দম্পতির চরিত্রে অভিনয় করবেন।

নাটকের গল্পটি হৃদয়গ্রাহী বলে জানিয়েছেন পরিচালক চয়নিকা চৌধুরী। এতে আফজাল হোসেনের চরিত্রটি ক্যানসারে আক্রান্ত, এবং তার বোনম্যারো স্থানান্তর করতে হবে। এক পর্যায়ে, যখন অনেকের সঙ্গে তার বোনম্যারো মিলছিল না, তখন তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর নাটকটিতে নানা রোমাঞ্চকর ঘটনা ঘটতে থাকে, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।

চয়নিকা চৌধুরী আরো বলেন, “আফজাল হোসেন এবং মৌ আমাদের ইন্ডাস্ট্রির উজ্জ্বল দুই নক্ষত্র। তাদের সঙ্গে কাজ না করলে আমি কখনোই বুঝতে পারতাম না, একজন আফজাল হোসেন কত বড় মাপের মানবিক মানুষ। আর মৌ-এর পেশাদারিত্বও আমাকে মুগ্ধ করেছে। নাটকটি খুব যত্ন নিয়ে তৈরি করেছি, আশা করছি ঈদ উপলক্ষে বিনোদনের অন্য সব আয়োজনের মাঝে আমাদের নাটকটি সবার প্রশংসা পাবে।”

নাটকে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।

নাটকের শুটিং ইতোমধ্যে শেষ হয়ে গেছে এবং আসছে ঈদে রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে এটি দর্শকদের জন্য উপস্থাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page