২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলে নতুন রূপে সজ্জিত হয়েছে। এবারের মেলায় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিচিহ্ন ধারণ করা জুলাই চত্বর ও ৩৬ চত্বর। এই চত্বরগুলোতে ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন, শহিদদের আত্মত্যাগ এবং আন্দোলনের উল্লেখযোগ্য ঘটনাবলি তুলে ধরা হয়েছে।
প্রবেশদ্বারের ডান দিকেই অবস্থিত জুলাই চত্বর, যেখানে শহিদদের স্মৃতিচারণমূলক গ্যালারি স্থাপন করা হয়েছে। গ্যালারিতে শহিদ আবু সাঈদ, ফারহান ফাইয়াজ, মীর মুগ্ধসহ বিভিন্ন আন্দোলনকারী শহিদদের নাম, ছবি এবং তাদের আত্মত্যাগের কথা ফুটে উঠেছে। তরুণ দর্শনার্থী এবং শিক্ষার্থীরা এই স্মৃতি চত্বর পরিদর্শন করে আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানছেন।
তারুণ্যের বিপ্লবের স্মরণে আয়োজন
ছাত্র-জনতার বিপ্লব স্মরণে তৈরি করা জুলাই ও ৩৬ চত্বর তরুণ-তরুণী এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। মেলায় অংশগ্রহণকারী এক শিক্ষার্থী মশিউর রহমান তারেক বলেন, “মেলায় এলে সবাইকে একবার হলেও জুলাই চত্বর ও ৩৬ চত্বর পরিদর্শন করা উচিত।” শিক্ষার্থী নওরীন জান্নাত বলেন, “শহিদদের স্মৃতি ধরে রাখতে এখানে এসে ছবি তুলছি। আমরা চাইলে পুরো দেশটাই বদলে দিতে পারি।”
যমুনার প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড়
মেলায় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের প্যাভিলিয়নে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার রাজিব সাহা জানান, রাইস কুকার, মাইক্রোওভেন, গ্যাস বার্নার, রুম হিটার, জুসারসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য বিশেষ ছাড়ে বিক্রি করা হচ্ছে। যমুনার নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত এসব পণ্য উন্নতমানের হওয়ায় কম দামে ক্রেতাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে।
এছাড়া যমুনার রেফ্রিজারেটর, স্মার্ট টিভি, গুগল টিভি এবং বিভিন্ন মডেলের মোটরসাইকেলেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। মোটরসাইকেলের মডেলগুলোর মধ্যে রয়েছে পেগাসাস ইভো ১৫০ সিসি, পেগাসাস জিউস ১৫০ সিসি এবং পেগাসাস ফ্যাবিও ১২৫ সিসি, যেখানে ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
ক্রেতাদের অভিমত
নরসিংদী থেকে আসা গৃহবধূ শাহনাজ বেগম বলেন, “যমুনার পণ্য সব সময়ই টেকসই ও মজবুত। তবে বিদেশি পণ্যের দাম অনেক বেশি।” কালীগঞ্জ থেকে আসা শিক্ষক আলো বেগম বলেন, “যমুনার মাইক্রোওভেন কিনেছি। বাজারে অনেক ওভেন থাকলেও যমুনারটাই সেরা মনে হয়েছে। ফ্রিজও বুকিং দিয়েছি।”
মেলার সময়সূচি ও টিকিট
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব বিবেক সরকার জানান, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলায় বড়দের টিকিট মূল্য ৫০ টাকা ও ছোটদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধাদের জন্য প্রবেশ ফ্রি রাখা হয়েছে। এছাড়া মেলায় অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু থাকায় প্রবেশপথে কোনো ভিড় নেই এবং ক্রেতা-দর্শনার্থীরা নির্বিঘ্নে প্রবেশ করছেন।
মেলায় তারুণ্যের অংশগ্রহণ এবং ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে নতুন এক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।