July 13, 2025, 2:04 pm
শিরোনামঃ
নিরাপত্তার প্রয়োজনেই আমার বৈধ লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে: আসিফ মাহমুদ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউনসহ সব কর্মসূচি স্থগিত খিলক্ষেতের পূজামণ্ডপ: আইনগত উচ্ছেদ প্রধান উপদেষ্টা-সিইসির কী আলাপ হলো, পরিষ্কার করার আহ্বান সালাহউদ্দিনের ৩৬ জুলাই উদযাপন করবে বিএনপি: ৫৮ সদস্যের কমিটি গঠন লন্ডনে বিএনপির বৈঠকের পর কী ভাবছেন অন্যান্য দল মোহাম্মদ আমিনুল হক দীপু শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লীতে : সালাহউদ্দিন ইসরায়েলের বিচার ও গণহত্যা বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি

৩৬ জুলাই উদযাপন করবে বিএনপি: ৫৮ সদস্যের কমিটি গঠন

Reporter Name

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শোক ও বিজয়ের মাস পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। এ উপলক্ষে দলটি ৫৮ সদস্যের একটি উদযাপন কমিটিও গঠন করেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আওয়ামী লীগের দীর্ঘকালীন ‘ফ্যাসিবাদী’ শাসনামলে গণতন্ত্র রক্ষায় যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের স্মরণেই এ আয়োজন। তিনি বলেন, “শেখ হাসিনার দমন-পীড়নের শিকার গণতন্ত্রকামীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

ঘোষিত উদযাপন কমিটিতে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক এবং অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থান কেন্দ্রিক নানা আয়োজন ও কর্মসূচি পালন করবে বিএনপি। এসব কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে একাধিক উপ-কমিটিও গঠন করা হবে বলে জানিয়েছেন রিজভী।

বিএনপি আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে দেশবাসী গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামে নতুন করে উদ্বুদ্ধ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page