চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শোক ও বিজয়ের মাস পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। এ উপলক্ষে দলটি ৫৮ সদস্যের একটি উদযাপন কমিটিও গঠন করেছে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আওয়ামী লীগের দীর্ঘকালীন ‘ফ্যাসিবাদী’ শাসনামলে গণতন্ত্র রক্ষায় যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের স্মরণেই এ আয়োজন। তিনি বলেন, “শেখ হাসিনার দমন-পীড়নের শিকার গণতন্ত্রকামীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
ঘোষিত উদযাপন কমিটিতে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক এবং অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থান কেন্দ্রিক নানা আয়োজন ও কর্মসূচি পালন করবে বিএনপি। এসব কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে একাধিক উপ-কমিটিও গঠন করা হবে বলে জানিয়েছেন রিজভী।
বিএনপি আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে দেশবাসী গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামে নতুন করে উদ্বুদ্ধ হবে।