April 27, 2025, 8:37 pm

আদাবরে তারেক রহমানের পক্ষে ইফতার আয়োজন

Reporter Name
আদাবর থানা যুবদলের আয়োজনে সজীব আহমেদ রানার সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়

রাজধানীর আদাবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে। আজ বিকালে আদাবরের শেখেরটেক এলাকায় আদাবর থানা যুবদলের আয়োজনে সজীব আহমেদ রানার সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদাবর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, আদাবর থানার যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার । অনুষ্ঠানে বক্তারা বিগত সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামীলীগের মত একটি সন্ত্রাসী রাজনৈতিক দলকে আর কিছুতেই বাংলার মাটিতে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। শুধু হেফাজত , বৈষম্যবিরোধী ছাত্রসংগঠন, জামায়াত, বিএনপি নয়, দেশের সর্বস্তরের মানুষ ফ্যাসিস্ট সরকারের দলকে যে কোন বিশৃঙ্খলা করলে প্রতিহত করবে। বিশেষ করে দেশের যে কোন প্রয়োজনে যুবদল রাজপথে ছিল ,আছে ,থাকবে। এসময় বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ২ হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page