যেকেনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে মন্তব্য করে তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধ যদি না থাকি, আপনারা (বিএনপির নেতাকর্মী) তিস্তা বাঁধ নিয়ে, ফারাক্কা নিয়ে কথা বলেছেন, ফেলানী হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন, বিডিআর ও পিলখানা নিয়ে কথা বলেছেন। আপনারা কি মনে করেন, ওপাশ থেকে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যাবে? দেশের সীমানার ভিতরেও তাদের সহযোগিরা আছে। বিভিন্ন বিষয়ে যখন জনগণের সামনে বক্তব্য তুলে ধরেছেন, তারপরেও কি তারা বসে থাকবে? ষড়যন্ত্র বন্ধ করে বসে থাকবে না। কিন্তু এই ষড়যন্ত্রকে আমরা মোকাবিলা করতে পারবো। শুধুমাত্র যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। সেজন্য ঐক্যের বাইরে আর কোন বিকল্প নেই। ঐক্য না হলে ষড়যন্ত্র চলবে।
নেতাদের উদ্দেশে তিনি বলেন, এখানে আপনারা যারা যারা বক্তব্যে রেখেছেন, প্রত্যেকে ঐক্যের কথা বলেছেন। বিভিন্ন বক্তব্যে ওঠে এসেছে, আমাদের লড়তে হবে, এই করতে হবে, ওই করতে হবে। এই সমস্যার সমাধান তো আপনাদের কাছেই আছে, আপনাদের হাতেই আছে।
ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৫ তারিখের পরে এই গণহত্যাকারী মাফিয়া যখন পালিয়ে গেলো, তার কয়েকদিন পরে পর্যায়ক্রমে আমি প্রতিটি জেলার নেতৃবৃন্দের সঙ্গে জুমে মিটিং করেছিলাম। সেই সময় আমি বলেছিলাম, আমাদের দেশের মানুষের প্রত্যাশিত যে নির্বাচন- এই নির্বাচন আগে অনেক অদৃশ্য শত্রু’র আবির্ভাব হবে কিংবা অদৃশ্য ষড়যন্ত্র হবে। এর কিন্তু অনেক কিছু দৃশ্যমান হয়েছে।