March 16, 2025, 9:51 am

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোমা’ হামলায় আহত বিএনপি নেতা

Reporter Name
বোমা হামলায় আহত বিএনপি নেতা আইয়ুব আলীর হাতে আঘাত লাগে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বোমা হামলায় ইউনিয়ন পর্যায়ের এক বিএনপি নেতা আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার মির্জাপুর মোড়ে এ ঘটনায় ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ আহত হন বলে তিনি নিজেই জানিয়েছেন।

৩৫ বছর বয়সী আহত এনাম খাঁ ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের আইয়ুব আলীর ছেলে।এনাম খাঁ বলেন, “রাতে মির্জাপুর মোড়ে দলীয় কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে চা খাচ্ছিলাম। এ সময় সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে আমাদের সামনে তিনটি বোমা মেরে পালিয়ে যায়।

“এতে আমার হাতের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। বোমার শব্দে আশেপাশের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।”

বিজয়নগর থানার এসআই মনির হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ চেক করা হবে।”তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page