মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে ছিনতাইয়ের চেষ্টা চালানোর সময় দুই ছিনতাইকারী ও এক কিশোর গ্যাং সদস্যকে আটক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগের তেজগাঁও বিভাগের সার্জেন্ট মাহমুদুল ইসলাম।
গত ২২ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার দুপুর ১:৪৫-এ এই ঘটনা ঘটে। মোহাম্মদপুর ট্রাফিক জোনে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মাহমুদুল ইসলাম। তখন আল্লাহ করিম মসজিদের উত্তর পাশে, বাঁশবাড়ি রাস্তার মাথায় একটি সাদা রঙের AXIO প্রাইভেটকার সিগন্যালে দাঁড়িয়ে ছিল। ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যরা ছুরি দিয়ে গাড়ির জানালা খুলতে চেষ্টা করে। চালক জানালা না খুললে তারা গাড়ির গ্লাস ভেঙে দেয় এবং চালকের শার্টের কলার ধরে তাকে গাড়ি থেকে নামানোর পর পিঠে ছুরি দিয়ে আঘাত করে।
এই পরিস্থিতি দেখে সার্জেন্ট মাহমুদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাহায্যে দুই ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যকে আটক করেন। আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তারা বর্তমানে মোহাম্মদপুর থানায় রয়েছে।