জামায়াতে ইসলামী আজ দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়েছে, ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর ও জেলায় এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। আজ বিকেল ৪টায় পল্টন মোড়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতৃত্ব দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ টি এম আজহারুল ইসলাম ১৩ বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক রয়েছেন। তাকে একাধিকবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। গুরুতর অসুস্থ হওয়ার পরও তিনি উপযুক্ত চিকিৎসা পাননি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশবাসী আশা করেছিল, দীর্ঘ সময় ধরে নির্যাতনের শিকার এ টি এম আজহারুল ইসলাম অবশেষে মুক্তি পাবেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হলেও তিনি এখনো কারাগারে আছেন।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসনামলের বিচারিক কার্যক্রম আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ। এখনো এই নেতাকে আটক রাখা সম্পূর্ণ অমানবিক ও অবিচার।”
বিবৃতিতে জামায়াতে ইসলামী নেতাকর্মী ও দেশবাসীকে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার জন্য সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।