কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে নয়াকান্দি–পাড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বিএনপির পদবঞ্চিত নেতা ও সুপ্রিম কোর্টের সহকারী আইনজীবী মো. গোলাম মোস্তফা বলেন, দীর্ঘ ১৭ বছর দলের দুঃসময়ে যারা আন্দোলন করেছেন, তাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সভাপতি নিজের স্ত্রীকে সহ–সভাপতি করেছেন, যা হাস্যকর।
এ সময় ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন, মো. ইউনুস মিয়া, জাকির হোসেন, আব্দুর রব, মো. আলাউদ্দিন প্রমুখ।
অন্যদিকে, নবগঠিত কমিটির সভাপতি জাকির হাসান জাকি দাবি করেন, দলীয় নিয়ম মেনে কমিটি গঠন করা হয়েছে এবং গোলাম মোস্তফা দলের কেউ নন।