March 16, 2025, 9:33 am

এখন সময় দেশকে নতুনভাবে গড়ে তোলার: তারেক রহমান

মেহেদী হাসান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত ১৫ বছরে দেশের নানা অবকাঠামোগত ও প্রশাসনিক বিপর্যয়ের পর, এখন দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার বেলা একটার দিকে নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ১৬ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি বলেন, ‘গত ১৫ বছর দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এখন আমাদের দায়িত্ব হলো দেশকে পুনর্গঠন করা। দুই বছর আগে আমরা ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছি, যা ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা।’

তারেক রহমান আরও বলেন, ‘যেভাবে আমরা দলকে পুনর্গঠনের জন্য এই সম্মেলন করছি, ঠিক সেভাবেই রাষ্ট্রকে পুনর্গঠিত করতে হবে। আমাদের শিক্ষা, অর্থনীতি, কৃষি, শিল্প ও স্বাস্থ্যখাতকে পুনর্বিন্যাস করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে এবং প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানো যায়।’

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দীপ্ত করে বলেন, ‘আপনারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সৈনিক, যাদের কাছে দেশের স্বার্থই সর্বাধিক গুরুত্বপূর্ণ। জনগণ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে, যেহেতু অতীতেও দলটি দেশের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও তাই করবে।’

বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান সম্মেলনের উদ্বোধন করেন। এতে আরও বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিকেল পাঁচটা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ চলবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহাঙ্গীর আলম ও জুলফিকার আলী। সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন মনিরুল ইসলাম, শাহরিয়ার রিজভী ও কামরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page