March 16, 2025, 9:18 am

ভালোবাসা দিবসে ঘুরতে গিয়ে তরুণীকে ৪ বন্ধুর ধর্ষণ

মেহেদী হাসান

ভালোবাসা দিবসে পাহাড়ে ঘুরতে গিয়ে নির্মম ঘটনার শিকার হয়েছেন ভারতের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের এক তরুণী। অভিযোগ উঠেছে, মামাতো বোনের চার বন্ধু মিলে তাকে ধর্ষণ করেছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালতোড়ার বিহারীনাথ পাহাড়ে। এ বিষয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, ভুক্তভোগী তরুণী দীর্ঘদিন ধরে আসানসোলের বার্নপুর এলাকায় মামার বাড়িতে থাকতেন। ভালোবাসা দিবসে মামাতো বোন ও তার বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে যান তিনি। সেই সফরে তাদের মধ্যে চারজন তরুণ ও চারজন তরুণী ছিলেন।

ভুক্তভোগী তরুণীকে ধর্ষণের পর অভিযুক্ত চার যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার সঙ্গী বন্ধুরা তাকে দুর্গাপুরে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ফেরার পর তরুণী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সন্দেহ হয়। পরবর্তীতে তিনি পরিবারের কাছে ঘটনার কথা প্রকাশ করেন।

পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পুলিশে অভিযোগ জানানো হয় এবং পুলিশি পরামর্শে তরুণীকে দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চারজনই আসানসোলের বাসিন্দা এবং তারা পলাতক। অভিযুক্তদের খুঁজে বের করতে তাদের একজনের বাবা-মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে এবং ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচারের আশায় রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page