ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের এক কর্মচারীকে ৫০ হাজার টাকা ঘুষসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদ। দুদক সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর মিরানা মাহজাবিন সরকার নামে একজন সেবাগ্রহীতা পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। নির্ধারিত সময়ে পাসপোর্ট সংগ্রহ করতে গেলে ফারুক আহমেদ অভিযোগকারীর কাছে পাসপোর্ট নবায়নের জন্য সরকারি ফি’র অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি মিরানা মাহজাবিন পাসপোর্টের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ফারুক আহমেদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের পরামর্শ দেন।
পরবর্তী সময়ে মিরানা মাহজাবিন সরকারের মোবাইল ফোনে ফারুক আহমেদের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সংগৃহীত হয়, যেখানে ঘুষ চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। এই অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে দুদক একটি ফাঁদ পাতে এবং মঙ্গলবার দুপুরে ফারুক আহমেদকে ৫০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।