রাজধানীর খিলগাঁও থেকে ছিনতাই হওয়া একটি সবুজ রঙয়ের ফটোন পিকআপ ধামরাই থেকে উদ্ধার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, খিলগাঁওয়ের রামপুরা স্টাফ কোয়ার্টারের পাকা সড়ক থেকে কাঁচামালসহ পিকআপ ছিনতাইয়ের ঘটনায় গত ১৮ নভেম্বর ডিএমপির খিলগাঁও থানায় একটি ছিনতাইয়ের মামলা রুজু হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ১৬ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ০৬:২০ ঘটিকায় টাঙ্গাইলের গারো বাজার থেকে ১৯ লক্ষ ৭৫ হাজার টাকার কাঁচামাল নিয়ে ফটোন মিনি পিকআপ (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো-ন-১২-৪৫৪৫) যোগে ড্রাইভার মোঃ খালেদ মাসুদ (২৪) ও কাঁচামালের মালিক কামাল (৩৩) সহ লক্ষ্মীপুরের উদ্দেশে রওয়ানা করে। রাত আনুমানিক ০১:১৫ ঘটিকায় পিকআপটি খিলগাঁওয়ের রামপুরা স্টাফ কোয়ার্টারের পাকা সড়কে পৌঁছালে একটি হলুদ রঙয়ের মাহেন্দ্র পিকআপ গাড়ি নিয়ে অজ্ঞাতনামা ৩/৪ জন দুষ্কৃতকারী কাঁচামালবাহী গাড়ি গতিরোধ করে। তারা ড্রাইভার ও কাঁচামালের মালিককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পরবর্তী সময়ে তাদেরকে পিকআপ থেকে নামিয়ে হাত, পা, মুখ বেঁধে তাদের গাড়িতে উঠিয়ে নেয়। দুষ্কৃতকারীদের একজন ভিকটিমের কাঁচামালবাহী গাড়িটি নিয়ে চলে যায়। তারা ড্রাইভার ও কাঁচামালের মালিককে তাদের গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাত আনুমানিক ০৩:১০ ঘটিকায় ড্রাইভার ও কাঁচামালের মালিককের নিকট থাকা দুটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে অজ্ঞাতস্থানে নামিয়ে দেয়।
তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া পিকআপটি সোমবার (১৮ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ২৩:১৫ ঘটিকায় ধামরাইয়ের ধুলিবিটা গ্রামের নবীনগর আরিচা মহাসড়কের একটি সিএনজি পাম্পের সামনে থেকে উদ্ধার করে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।