January 13, 2025, 12:11 am

বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত

Reporter Name

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে গত বুধবার মধ্যরাতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রবেশের প্রতিবাদে ডাকা আন্দোলন আপাতত স্থগিত করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আজকের মতো আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, বেলা সকাল ১১টার দিকে বুয়েট শহীদ মিনারের সামনে নতুন দাবি জানায় তারা। তারা তাদের দাবিতে আদায়ে অনড় থাকবেন।

তারা বলেন, আমাদের কোনো নতুন দাবি নেই। এই দাবিগুলোর সঙ্গে আন্দোলনে উপস্থিত সবার গণস্বাক্ষর নিয়ে আবেদনপত্র জমা দিয়েছি। আমরা দেখি আমাদের স্যার আমাদের সঙ্গে পরবর্তীতে কথা বলতে চান কিনা, কোনো আপডেট দিতে চান কিনা। আমরা এখনো জানি না।

আমরা আবেদনপত্র জমা দিয়ে এসেছি এবং এখনো পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। আমরা দাবির বাস্তবায়ন চাই এবং দাবির বাস্তবায়ন না হলে ফের আন্দোলন চলবে।
শিক্ষার্থীরা বলেন, আগামীকাল রবিবার সকাল সাতটায় শহীদ মিনারের সামনে আমরা জড়ো হবো। আজ দুপুর ২টা পর্যন্ত আলটিমেটাম ছিল তবে আন্দোলনরত বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

আমরা আমাদের ভিসি স্যার ও ডিএসডব্লিউ স্যারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page