মুক্তিযুদ্ধ নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ধারাবাহিক প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করার চেষ্টা করা হয়েছে জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, যারা বঙ্গবন্ধুর মাহাত্ম্য ছোট করতে চায় তারা দেশের উন্নয়নবিরোধী।
বুধবার (২৭ মার্চ) রাজধানীতে আলোচনাসভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী এসময় ভারত বয়কটকে দুঃখজনক বলে মন্তব্য করেন। বলেন, স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান অনেক। কিন্তু সব ভুলে আজ ভারত বয়কট শুরু হয়েছে, এটি দুঃখজনক।
যারা ভারত আউট শ্লোগান দিচ্ছে তারা আসলে দেশের জনগণ থেকে আউট হয় গেছে বলেও মন্তব্য করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের এক শ্রেণির সংবাদমাধ্যম বিভিন্নভাবে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে ছোট করছে। মুক্তিযুদ্ধ নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করার চেষ্টা করা হয়েছে।