নেপালে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯, আহত হয়েছেন অনেকে। শুক্রবার দেশের পশ্চিমাঞ্চলে ভূমিকম্প হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পে ওই এলাকার বাড়িঘর ও ভবন বিধ্বস্ত হয়েছে। এই ভূমিকম্প ভারতেও অনুভূত হয়। নয়াদিল্লির বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। যদিও পরে জার্মান গবেষণা সংস্থা সায়েন্সেস (GFJ) জানিয়েছে যে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬।