January 13, 2025, 3:59 am

যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়া সত্ত্বেও গাজায় হামলা চালাবে ইসরাইল

Reporter Name

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলেও তা মানবে না ইসরাইল। এ প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ। সোমবার তিনি এ কথা বলেন।  খবর আনাদলু এজেন্সি

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্লাফটর্মে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না। আমরা হামাসকে ধ্বংস করতে চাই। এছাড়া আমরা আমাদের জিম্মিদের ফিরিয়ে না আনা পর্যন্ত সেখানে হামলা চালিয়ে যাব। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পবিত্র মাস রমজানে গাজায় যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাস করেছে।

পবিত্র এই মাসটি মধ্যপ্রাচ্যে গত ১১ই মার্চ থেকে শুরু হয়েছে এবং আগামী ৯ই এপ্রিল শেষ হতে পারে। কাউন্সিলের নির্বাচিত ১০ সদস্যের উপস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ১৪টি দেশ ভোট দিয়েছে। তবে ভোট দানে বিরত ছিল যুক্তরাষ্ট্র এবং এ প্রস্তাবে তারা ভেটোও দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page