January 13, 2025, 2:48 am

বিয়ের প্রলোভনে ধর্ষণ, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Reporter Name

নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় আদালতে চার্জ গঠন হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক পত্রে সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম।
চেয়ারম্যান রফিকুল ইসলাম পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন মাহমুদের ছেলে।

জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন আইনে ২০২১ সালের ৬ অক্টোবর পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। পলাশবাড়ী উপজেলা তাঁতী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এ মামলা দায়ের করেন। ওই মামলায় চার্জ গঠন হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page